ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপা ও কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটইবাজার সংলগ্ন আসননগর এলাকায় বাসচাপায় মিরাজ হোসেন (২২) ও সোমবার রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় ট্রাকচাপায় রফিক রেজা (৩৮) নামে অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত মিরাজ হোসেন হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া কালীগঞ্জে ট্রাকচাপায় নিহত রফিক রেজা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। তিনি মহেশপুর ভূমি অফিসে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, শৈলকুপায় কাজ শেষে মোটরসাইকেলযোগে ঝিনাইদহে ফিরছিলেন মিরাজ হোসেন। পথিমধ্যে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আসাননগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিরাজ হোসেন নিহত হন।

পরে দুর্ঘটনার খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, ঘাতক বাসটি স্থানীয়রা জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

অপরদিকে জেলার কালীগঞ্জ-কোটচাঁদপুর সোমবার সড়কে রাত সাড়ে ৮টার দিকে ট্রাকচাপায় রফিক রেজা (৩৮) নামে অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নুরুজ্জামান নামে একজন।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেলযোগে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে ফিরছিলেন রফিক রেজা ও তার সহকর্মী নুরুজ্জামান। পথিমধ্যে পাতিবিলা বটতলা নামক স্থানে পৌঁছালে রাস্তার ওপর রাখা বালির স্তূপে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায় মোটরসাইকেলটি।

এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিক রেজা নামে ওই যুবক নিহত হন।