চুয়াডাঙ্গায় তুলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে তুলা চাষীদের প্রশিক্ষণ

0

চুয়াডাঙ্গা সংবাদাতা ॥ চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড়ে তুলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে তুলা চাষীদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রাজস্ব বাজেটের অর্থায়নে আয়োজিত এই প্রশিক্ষণে অর্ধশতাধিক তুলা চাষী অংশ নেন এবং তুলা চাষের আধুনিক কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টায় আলুকদিয়া ইউনিটের দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

চুয়াডাঙ্গা অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের তুলা উন্নয়ন বোর্ডের কীটপতঙ্গ বিশেষজ্ঞ ড. তাসদিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায় এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি।

এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তা রূপা আক্তার, তুলা ইউনিট কর্মকর্তা আতিকুর রহমান ও শয়েন চন্দ্র বর্মন সহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে তুলা চাষের উন্নত পদ্ধতি, রোগ-বালাই দমন এবং ফলন বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়, যা কৃষকদের তুলা উৎপাদনে আরও উৎসাহিত করবে।