ঝিকরগাছায় পুলিশ কনস্টেবলের আঘাতে বোন-দুলাভাই জখম

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার পল্লীতে পারিবারিক কলহের জেরে পুলিশ কনস্টেবল সৈয়দ আলীর হেলমেটের আঘাতে বোন মাহাফুজা খাতুন (৪৯) ও দুলাভাই আব্দুল আলীম (৫৮) জখম হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে। পুলিশ কনস্টেবল সৈয়দ আলী ওই গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে ও কোটচাঁদপুর থানার কর্মরত পুলিশ কনস্টেবল। আহতরা যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।

জখম মাহাফুজা খাতুন ও আব্দুল আলীমের ছেলে আবু হেনা মোস্তফা কামাল জানিয়েছেন, তার মামা পুলিশ কনস্টেবল সৈয়দ আলী তার বৃদ্ধ মা মছিরন বিবিকে (৮০) দীর্ঘদিন ধরে দেখভাল করেন না। তিনি মেয়ে মাহাফুজা ও জামাই আব্দুল আলীমের বাড়িতে থাকেন।

শুক্রবার ওই বৃদ্ধা নিজ বাড়িতে গিয়ে ছেলের ওপর অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেন। জানতে পেরে বৃদ্ধার মেয়ে-জামাই ও নাতি ছেলে আবুহেনা দ্রত সেখানে ছুটে যান। পরে পুলিশ কনস্টেবল সৈয়দ আলী বাড়িতে এসে কোন কিছু বুঝে উঠার আগেই বোন ও দুলাভাইয়ের ওপর হামলা করেন।

এলোপাতাড়ি হেলমেটের আঘাতে বোন-দুলাভাই জখম হন। খবর পেয়ে ঝিকরগাছা থানার এসআই রেজাউল ঘটনাস্থল পরিদর্শন করেন।