শার্শায় হামলায় এক পরিবারের ১০ সদস্য আহত

0

শার্শা (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ১০জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে শার্শা উপজেলার লাউতাড়া গ্রামে। রাতেই আহতদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন লাউতাড়া গ্রামের মৃত আব্দুল খালেক সরদারের ছেলে জহুরুল ইসলাম(৫৫), জহুরুল সরদারের স্ত্রী সালমা খাতুন(৪৫), মেয়ে রানু খাতুন(২৫), মেয়ে মোছা. যুথি(১৮), ছেলে হেলাল (২৮), হেলালের স্ত্রী বৃষ্টি খাতুন(২৩), কদর আলীর ছেলে ইমরান হোসেন (২৭), মৃত সুজায়েত সরদারের ছেলে কদর আলী (৫২), নূর মোহাম্মদ(৬৫) ও হোসেন আলী(৫০)। এর মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাউতাড়া গ্রামের চাড়ালের বিলে শনিবার সকালে আহত কদর আলীর ছেলে আহত ইমরান হোসেন মাছ ধরতে বিলের পানিতে ঘুনি পাতেন। বিষয়টি জানতে পেরে গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড নেতা ইউনুছ আলী ইমরানের ঘুনি ভাঙচুর করেন।

এই ঘটনার জেরে শনিবার রাতে লাউতাড়া মসজিদের পাশে গ্রাম্য শালিস বসে। সেখানে গইউনুছকে তার অপরাধের জন্যে ক্ষমা চাইতে বলা হয়। এ সময় পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা ইউনুছের স্বজন লাউতাড়া গ্রামের মশিয়ারের ছেলে বাবলু (৩৮), আব্দুল আলিম(২৮),জয়নাল মিস্ত্রি(৫৫), জয়নালের ছেলে শাহীন (২৮), ইদ্রিসের ছেলে ইমামুল হোসেন(২৭),রমজানের ছেলে বায়েজিদ (৩৫), আলমগীর হোসেন(২৫), শুকচাঁনের ছেলে লিটন(৪০), রবিউলের ছেলে রাসেল(২৫), ইফনুছের ছেলে জসিম(২২), আহম্মদ আলীর ছেলে আমিন(৩৫), হযরতের নাতি শরিফুল ইসলাম(৩০) ও ইউনুছ আলীসহ আরও ১০/১২জন লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে জোহর আলী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করে ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন ।

আহত জহুরুল অভিযোগ করেন, হামলাকারীরা ২০২১ সালে তার ছোট ভাই হাতেম আলীকে পিটিয়ে হত্যা করে। এখনও তাদের বিরুদ্ধে হত্যা মামলা চলমান। তারই জের ধরে হত্যাকারীরা তার ছোট ভাইয়ের মতো তাকেও হত্যা করতে চাচ্ছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।