আমাদের সবার একটিই পরিচয়,আমরা বাংলাদেশি : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ভায়না রাধাগোবিন্দ মন্দিরে শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাসলীলা ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবারের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় সংসদে বলেছিলেন, এই দেশে ধর্ম-বর্ণ বা পাহাড় ও সমতলের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই।

আমাদের সবার একটিই পরিচয়, আমরা বাংলাদেশি। তাই যশোরে তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমার যেমন অধিকার আছে, আপনাদের (সনাতন ধর্মাবলম্বীদের)ও ঠিক ততটাই অধিকার আছে। এই বিশ্বাস নিয়ে যশোরে বসবাস করতে হবে। আমরা সবাই মিলে যশোরসহ সমগ্র বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই।’

রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি অধ্যাপক অলোক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট দিলীপ কুমার চন্দ্র, পূজা উদযাপন পরিষদ ও নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সাবেক সভাপতি অসীম কুন্ডু, রাইটসের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মলিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ড যশোর জেলা শাখার সদস্যসচিব নির্মল কুমার বেট, নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সনৎ কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বৈষম্য বিরোধী সনাতন সমাজের আহ্বায়ক মিনাল কান্তি দে, পূজা পরিষদের সাবেক নেতা দীপক রায় প্রমুখ।