লোকসমাজে সংবাদ প্রকাশের জের উচ্ছেদ হলো চুকনগরে অবৈধ থ্রি-হুইলার স্ট্যান্ড

ভ্রাম্যমাণ দোকান সরাতে ২৪ ঘণ্টার নোটিস

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ দৈনিক লোকসমাজে সংবাদ প্রকাশের পর ডুমুরিয়া উপজেলার চুকনগরে হাইওয়ে থানা পুলিশকে অবৈধ থ্রি-হুইলারস্ট্যান্ড উচ্ছেদে ভূমিকা নিতে দেখা গেছে। তাছাড়া ভ্রাম্যমাণ দোকানগুলো অন্যত্র সরিয়ে নিতে ২৪ ঘণ্টার নোটিস দেওয়া হয়। বুধবার বিকেলে এই অভিযান পরিচালনা করেছে উপজেলার চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশ।

উল্লেখ্য, তিনটি জেলা ও একটি শিল্প এলাকার মিলনস্থল হল চুকনগর বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ডটির চারপাশে থ্রি-হুইলার, ব্যাটারিচালিত ভ্যান আর ভ্রাম্যমাণ দোকানের কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। এই সমস্যাটি দীর্ঘদিন চলতে থাকলেও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেয়া হয় না। এ বিষয়ের গত ২ নভেম্বর দৈনিক লোকসমাজে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই সংবাদ প্রকাশের পর বুধবার বিকেলে চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ট্রাফিক পরিদর্শক) নুরুজ্জামান চানু, পরিদর্শক নুরুল আমীন, উপ-পরিদর্শক শিমুল হাসান বাসস্ট্যান্ডে থ্রি-হুইলারস্ট্যান্ড উচ্ছেদ করেন। এসময় ওসি নুরুজ্জামান চানু ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীদের দোকান স্থানান্তর করার জন্যে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন।