খুলনায় হত্যাসহ ১১টি মামলার আসামি সন্ত্রাসী রিপন অস্ত্রসহ গ্রেফতার

0

খুলনা ব্যুরো ॥ খুলনার দিঘলিয়ায় হত্যাসহ ১১টি মামলার আসামি সন্ত্রাসী রিপন শেখ(৩১) ওরফে কনডম রিপনকে ১টি পিস্তল,৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ ও যৌথবাহিনী। সোমবার বিকেল ৫টায় উপজেলার ফরমাইশখানা গ্রামের সোবাহান হাওলাদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কনডম রিপন উপজেলার ফরমাইশখানা গ্রামের আনসার শেখের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া থানা পুলিশ ও যৌথবাহানী সংবাদের ভিত্তিতে ফরমাইশখানা গ্রামে কনডম রিপনের বাড়িতে অভিযান চালায়।

এ সময় রিপন পুলিশ ও যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাশের বাড়ি সোবাহান হাওলাদের বাড়িতে ঢুকে অস্ত্র ঠেকিয়ে আশ্রয় নেয়। পরবর্তীতে পুলিশ ও যৌথবাহিনী সোবাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে রিপন শেখ ওরফে কনডম রিপনকে ১টি পিস্তল,৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন রিপন শেখ ওরফে কনডম রিপনকে ১টি পিস্তল,৫ রাউন্ড গুলিসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাসহ ১১টি মামলার ও ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রিপন। দীর্ঘদিন ধরে রিপন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাকে গ্রেফতার করা হয়েছে। রিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।