যশোরে বিদেশ প্রত্যাগত কর্মীদের হাতে-কলমে গাড়ি চালনা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

0

লোকসমাজ ডেস্ক ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ সেন্টার ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) আঞ্চলিক কেন্দ্র, যশোর অফিসের লাগোয়া বিআরটিসি ডিপো অফিসের ট্রেনিং সেন্টার-এর যৌথ আয়োজনে বিদেশ প্রত্যাগত অভিবাসী শ্রমিকদের হাতে-কলমে গাড়ি চালনা প্রশিক্ষণ ও জ্ঞান অর্জনে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি, আঞ্চলিক কেন্দ্র, যশোর-এর আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব সেখ সোহেল আহমেদ।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদেশ প্রত্যাগত শ্রমিকদেরকে চলমান এসএসসি প্রোগ্রামে, এইচএসসি প্রোগ্রামে এবং চলমান বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বাউবি’র শিক্ষা কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেন এবং শিক্ষাজীবনে ফিরে আসার জন্য শ্রমিকদেরকে উদ্বুদ্ধকরণ ও প্রেরণামূলক বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ-এর সহকারী পরিচালক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসি’র যশোর ডিপোর শাখা ব্যবস্থাপক।

এই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি বিদেশ ফেরত শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এবং একই সাথে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজে পুনঃএকত্রীকরণের পথে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।