চৌগাছায় খেজুর গাছ কাটা উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ জিআই পণ্য খেজুরের রস ও গুড় সংগ্রহের সময় যত ঘনিয়ে আসছে ততই যেন চৌগাছার গাছিরা ব্যস্ত হয়ে পড়েছেন। ইতোমধ্যে গাছ তোলা ও নলি বসানোর কাজ প্রায় শেষের দিকে।

রোববার দুপুরে খেজুর গাছ কাটা কার্যক্রমের আনুষ্ঠনিক উদ্বোধন করা হয়েছে। উপজেলার পাতিবিলিা ইউনিয়নের হয়াতপুর গ্রামে গাছ কাটার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল প্রমুখ উপস্থিত ছিলেন।