লোহাগড়ার পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

0

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

সোমবার বিকেলে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা প্রথমে ইতনা, কুন্দশী ও শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অরুপ চক্রবর্তী প্রমুখ।