ফন্টু চাকলাদারের বিরুদ্ধে আবারো চেক ডিজঅনারের মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে এবার আমলী আদালতে দেড় কোটি টাকার চেক ডিজঅনারের ২টি মামলা দায়ের হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যশোর শাখার এক্সকিউটিভ অফিসার মো. মুর্তুজা আহম্মেদ মামলা ২টি দায়ের করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল মামলা দুটি আমলে নিয়ে আসামি তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

তৌহিদ চাকলাদার ফন্টু যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার আব্দুল কাদের চাকলাদারের ছেলে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার তার চাচাতো ভাই। এর আগে গত ১৬ অক্টোবর একই ব্যাংক তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে আদালতে ৯০ লাখ টাকার ২টি চেক ডিজঅনারের মামলা করেছিলো।

বুধবার দায়ের করা একটি মামলায় উল্লেখ করা হয়েছে, মেসার্স এস এস ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী তৌহিদ চাকলাদার ফন্টু ১ কোটি টাকা বিনিয়োগ সুবিধা গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ৩১ আগস্টের মধ্যে আসল ও লভ্যাংশ পরিশোধ করার কথা ছিল তার। বর্তমানে তার কাছে ১ কোটি ২৯ লাখ ৬১ হাজার ৪৪ টাকা পাওনা রয়েছে। গত ২০ আগস্ট তৌহিদ চাকলাদার ফন্টুর সাথে দেখা করে মামলার বাদী ব্যাংকের পাওনা টাকা দাবি করেন।

এ সময় তৌহিদ চাকলাদার ফন্টু তাকে ১ কোটি টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু সেটি নগদায়নের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যশোর শাখায় জমা দেওয়া হলে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ডিজঅনার হয়। পরবর্তীতে ২৮ আগস্ট লিগ্যাল নোটিশ পাঠানো হয় এবং ৩০ দিন পার হয়ে যাওয়ার পরও তৌহিদ চাকলাদার ফন্টু কোনো সাড়া দেননি।

অপর মামলায় উল্লেখ করা হয়েছে, একই প্রক্রিয়ায় তৌহিদ চাকলাদার ফন্টু ২০২২ সালের ২৬ অক্টোবর ৫০ লাখ টাকার বিনিয়োগ সুবিধা নেন। ২০২৪ সালের ৩১ আগস্টর তার আসল টাকা ও লভ্যাংশ পরিশোধের কথা ছিল। কিন্তু তিনি পরিশোধ না করায় বর্তমানে তার কাছে পাওনা ৬৪ লাখ ৩৯ হাজার ১৭২ টাকা। গত ২১ আগস্ট তৌহিদ চাকলাদার ফন্টুর সাথে মামলার বাদী দেখা করে ব্যাংকের পাওনা টাকা দাবি করেন।

এ সময় তৌহিদ চাকলাদার ফন্টু তাকে ৫০ লাখ টাকার একটি চেক দেন। পরে নগদায়নের জন্য চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে সেটিও ডিজঅনার হয়। এরপর গত ২৮ আগস্ট তৌহিদ চাকলাতার ফন্টুকে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু নিয়মানুযায়ী ৩০ দিন পার হয়ে গেলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। এ কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২টি মামলায় তৌহিদ চাকলাদার ফন্টুকে আগামী ২০২৬ সালের ২৫ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।