ঝিকরগাছায় পারিবারিক বিরোধে দাদাকে ছুরিকাঘাত, ঢাকায় নেয়ার পথে মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নিলকণ্ঠনগর গ্রামে পারিবারিক বিরোধের জেরে মহিউদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন নিলকণ্ঠনগর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে মহিউদ্দিনের নাতনীর সাথে যশোরের পাগলাদাহ গ্রামের মোনতাজ আলীর ছেলে তবিবরের বিবাহ বিচ্ছেদ হয়। ঘটনার দিন রাতে নাতজামাই তবিবর এবং তার সাথে আসা আরও পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তি মহিউদ্দিনের নাতনীকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মহিউদ্দিনসহ পরিবারের অন্য সদস্যরা বাধা দিলে তবিবর ও তার সঙ্গীরা ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

এসময় মহিউদ্দিন (৭০), তার স্ত্রী তাজুমা বেগম (৬০) এবং আকরামের ছেলে আমিনুর রহমান (৩০) গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তবিবরসহ অন্যদের আটক করে এবং গণপিটুনি দেয়।

আহতদের মধ্যে মহিউদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। কিন্তু, ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক আড়াইটার সময় নড়াইল জেলায় পৌঁছালে তিনি মারা যান।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।