যশোরে তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0

স্টাফ রিপোর্টার॥ যশোর গণগ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় গতকাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি এমএম কলেজের সহকারী অধ্যাপক শাহজাহার কবির।

জেলা গণগ্রন্থাগারের পাঠ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান তাজমুল ইসলাম।

মাসব্যাপী দশটি স্কুলে জেলা সরকারি গণগ্রন্থাগার যশোরের টিম যেয়ে প্রতিযোগিতার আয়োজন করে এবং প্রাথমিকভাবে প্রতি স্কুল থেকে ৩ জন করে মোট ৩০ জন শিক্ষার্থী বাছাই করা হয়।

সোমবার বেলা সাড়ে ১২টায় গণগ্রন্থাগারের পাঠ কক্ষে ওই ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে প্রাথমিক ও মাধ্যমিক দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।