সুন্দরবনে জলদস্যু রাঙ্গা বাহিনী প্রধান অস্ত্র ও গুলিসহ আটক

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ জলদস্যু রাঙ্গা বাহিনী প্রধান নজরুল শেখকে (৪৫) অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্টগার্ড। রোববার সকালে সুন্দরবনের কালাবগি এলাকা থেকে তাকে আটক করা হয়। নজরুল শেখ রামপাল উপজেলার বাসিন্দা।

সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ (৪৮) কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। রোববার সকালে পূর্ব সুন্দরবনের কালাবগি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে বাগেরহাট জেলার রামপালের বাসিন্দা। আটক এ দস্যু প্রধানকে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

রোববার দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছে।

রোববার সকাল ৬ টায় কোস্টগার্ড বেইস মোংলার সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে ধাওয়া করলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনী প্রধান নজরুল শেখকে ২টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ডাকাত নজরুল শেখ জানায়, সে দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলো। এছাড়াও গত ৩১ জুলাই তারিখ রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এর পর থেকেই ওই বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্ট গার্ড।

উল্লেখ, গত ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর অপর ২ সদস্যকে আটক করা হয় এবং এদের কবলে জিম্মি থাকা ৪ জেলেকে কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করেন।