বাঘারপাড়ায় বিএনপির আলাদা সভা

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে যশোরের বাঘারপাড়ায় পৃথক জনসভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জামদিয়া ইউনিয়নে পথসভার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব।

একই দিন বিকেলে উপজেলা সদরের চৌরাস্তায় জনসমাবেশ করেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে এভাবে আলাদা কর্মসূচি দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন দলীয় কর্মীরা।

সকালে ভাঙ্গুড়া বাজার থেকে শুরু হয় পথসভা। কয়েকশ মোটরসাইকেল বহর নিয়ে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুরা বাজার, দোগাছি মোড়, আলাদিপুর বাজার, ভিটাবল্যা বাজার, মিনা বাজারসহ বেশ কয়টি স্থানে পথসভায় বক্তব্য রাখেন টিএস আয়ুব।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাস হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল আল মামুন শের, প্রচার সম্পাদক আবু হুরায়রা আশা, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান জহরুল হক, বিএনপি নেতা হাফিজুর রহমান, গোলাম মোস্তফা শিকদার, পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ, সদস্য সচিব বাবুল হাসান, যুবদল নেতা সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল হোসেন প্রমুখ।

একই দিন বিকেলে বাঘারপাড়া সদরের চৌরাস্তায় বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়। এতে বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারজী মতিয়ার রহমান।

এখানে উপস্থিত ছিলেন অভয়নগর পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, অভয়নগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, অভয়নগর শ্রমিক দলের সভাপতি ও সাবেক মেয়র রবিউল হোসেন, অভয়নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান, বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, মশিয়ূর রহমান, বিএনপি নেতা হাদীউজ্জামান মিরান, অভয়নগর বিএনপি নেতা রফিকুজ্জামান টুলু, হাবিবুর রহমান হাবিব, সিহাবুর রহমান প্রমুখ।