গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর জোট হবে : এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু 

0

ঝিনাইদহ সংবাদদাতা॥ এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচনকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর সমন্বয়ে জোট হতে পারে। এ নিয়ে আলাপ আলোচনা এগিয়েছে। এখনো চূড়ান্ত হয়নি। তবে আমরা আশা করছি শিগগির এ বিষয়টি পরিষ্কারভাবে প্রকাশিত হবে।

তিনি শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে জেলা এবি পার্টি আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

জেলা এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিয়ম সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুবপার্টির সদস্য সচিব ও ঝিানাইদহ-২ আসনে দলটির মনোনীত প্রার্থী হাদিউজ্জামান খোকন।

মতবিনিয়ময় সভায় ঝিনাইদহ জেলার তিনটি নির্বাচনী আসনে এবি পার্টির দলীয় তিন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় নেতারা।