ঝিকরগাছায় যুবদলের প্রস্তুতিমূলক সভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বৃহস্পতিবার ঝিকরগাছায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্মআহবায়ক আমিনুর রহমান মধু।

প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু। ঝিকরগাছা উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটনের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমলের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য আল-মামুন ও পলাশ মাহমুদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি প্রমুখ।