যশোরে উপশহর ইউনিয়নের ৪ ও ৯ নম্বও ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়ন বিএনপির ৪ ও ৯ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সি-ব্লক বাজারে ৪ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অন্যদিকে, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ই-ব্লক ঈদগাহ মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলার বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল।

দুই সভাতেই বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান। ৪ নম্বর ওয়ার্ডের সভায় সভাপতিত্ব করেন সভাপতি জহিরুল হক রাজন এবং ৯ নম্বর ওয়ার্ডের সভায় সভাপতি আবু হানিফ।

উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন, বিএনপি নেতা কাজী আজগর হোসেন, সাবেক শিক্ষক কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, সাবেক কলেজ শিক্ষক ও প্রভাষক আকরাম হোসেন প্রমুখ।