চুয়াডাঙ্গায় দুটি আসনের ১৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা॥ চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনে ৬ জন ও চুয়াডাঙ্গা-২ আসনে ৭ জন প্রার্থী রয়েছেন। সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।
চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পেয়েছেন নৌকা প্রতীক,স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা পেয়েছেন ঈগল প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সোহরাব হোসেন এ্যাডভোকেট পেয়েছেন লাঙ্গল প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত ইদ্রিস চৌধুরী পেয়েছেন আম প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ উপকমিটির সদস্য এম.এ. রাজ্জাক খান পেয়েছেন ফ্রিজ প্রতীক।
চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলী আজগার পেয়েছেন নৌকা প্রতীক, জাতীয় পার্টি প্রার্থী রবিউল ইসলাম লাঙ্গল প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত ইদ্রিস চৌধুরী পেয়েছেন আম প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) দেওয়ান মোহাম্মদ ইয়াছিন উল্লাহ পেয়েছেন মশাল প্রতীক, জাকের পার্টির আব্দুল লতিফ খান পেয়েছেন গোলাপ ফুল, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক স্বতন্ত্র প্রার্থী নূর হাকিম পেয়েছেন ঈগল প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আবু হাশেম রেজা পেয়েছেন ট্রাক প্রতীক।