মোংলার খালে গলায় রশি বাধা মৃত কুমির

0

বাগেরহাট সংবাদদাতা ॥ মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন লোকালয়ের একটি খালে কুমিরের মরদেহ ভাসতে দেখেছেন স্থানীয়রা। রোববার সকালে জোয়ারের সময় মোংলা নদীর শাখা খাল নারকেলতলার স্লুইসগেটের কাছে মৃত কুমিরটিকে ভাসতে দেখা যায়।

তবে বিকেল থেকে কুমিরটিকে আর সেখানে দেখা যায়নি। ভাসতে থাকা কুমিরটি বেশ বড়। কুমিরের একটি পা নেই। গলায় দড়ি বাধা ছিল বলে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় পরিবেশকর্মী মো. হাছিব সরদার বলেন, কুমিরটি জোয়ারের পানিতে ভেসে আসে। আমরা দেখি এটি উল্টো হয়ে আছে। একটি পা বিচ্ছিন্ন এবং গলা ও সামনের দুই পায়ে রশি বাঁধা।

কুমিরের মরদেহ ভাসার খবর পেয়ে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির ঘটনাস্থলে যান। তবে বিকেলে সেখানে গিয়ে বন বিভাগের কর্মীরা প্রণিটির মরদেহটি আর দেখতে পাননি।