পলাশীতে ১৬ দলীয় নাইট ফুটবলে চ্যাম্পিয়ন স্বাধীনতা ক্রীড়া চক্র

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার পলাশী স্পোর্টিং ক্লাব আয়োজিত ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাধীনতা ক্রীড়া চক্র, যশোর। শুক্রবার রাতে উপজেলার রোহিতা ইউনিয়নের পলাশী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় একতা পলাশী ক্লাব, পলাশীকে সাডেন ডেথে পরাজিত করে দলটি।

তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। পরে টাইব্রেকারেও ফলাফল ২-২ সমতায় থাকায় খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানেই জয় পায় স্বাধীনতা ক্রীড়া চক্র, যশোর।

খেলা শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন মনিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কার ছিদ্দিক।

এ সময় তিনি বলেন, ‘খেলাধুলা শরীর ও মন ভালো রাখার পাশাপাশি সামাজিক বন্ধনকে শক্তিশালী করে। ফুটবলের হারানো ঐতিহ্য আমাদের ফিরিয়ে আনতে হবে। যুব সমাজকে সন্ত্রাস ও মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলামসহ আরো অনেকে।