জুলাই সনদে স্বাক্ষর নিয়ে জরুরি বৈঠকে ঐকমত্য কমিশন

0

লোকসমাজ ডেস্ক ॥ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় সৃষ্ট সংকট নিরসনে ‘অতি জরুরি’ বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।

আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। এতে ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত আছেন।

বৈঠকে বিএনপির সালাহউদ্দিন আহমেদসহ তিন সদস্যের দল, নাগরিক ঐক্যর মাহমুদুর রহমান মান্না, এনসিপির আখতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের দল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ইসলাম ভূঁইয়া, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, এলডিপির কর্নেল (অব.) অলি আহমেদসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।