ইয়াবার বড় চালান নিয়ে যশোরে ঢুকছিলেন চাঁদপুর রেল পুলিশ সদস্য

১০ হাজার পিসসহ আটকে দিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

0

স্টাফ রিপোর্টার॥ প্রবেশের আগমুহূর্তে যশোর শহরে সদর উপজেলার মনোহরপুরে যখন বাসযাত্রী মহিবুর রহমান রিমন (৩১)কে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তখন তারা জানতেন ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তখন তারা জানতেন না যে, তিনি এক জন পুলিশ সদস্য। গতকাল আদালতে সোপর্দ করে যখন রিমান্ড আবেদন করেন সে সময় জানতে পারেন আটক ওই ব্যক্তি এক জন পুলিশ সদস্য।

গতপরশু রোববার রাতে যশোর-মাগুরা বাজারে সোহাগ পরিবহনের একটি বাসের মহাসড়কের মনোহরপুর ভেতর থেকে মহিবুর রহমান হিরনকে আটক করা হয়। গতকাল সোমবার তাকে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন তার বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় মামলা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে তাদের একটি টিম যশোর-মাগুরা সড়কের মনোহরপুর বাজারে সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের পাশে অবস্থান করে।

ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬২২৭) রাত সোয়া ৯টার দিকে সেখানে এসে পৌঁছালে তারা থামার জন্য সংকেত দেন। এ সময় চালক গাড়িটি থামালে ভেতরে ঢুকে মহিবুর রহমান রিমন নামে ওই যাত্রীকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৫০টি পলিপ্যাকে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রতিটি পলিপ্যাকে ২শ পিস করে ইয়াবা ট্যাবলেট ছিলো। আটক মহিবুর রহমান রিমন চট্টগ্রামের সীতাকু- উপজেলার কুমিরা ইউনিয়নের মছজিদ্দা গ্রামের শাহ আলমের ছেলে। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এদিকে আটক মহিবুর রহমান রিমনকে সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আদালতে সোপর্দ করলে বিকেলে জানাজানি হয় ওই ব্যক্তি পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।

পুলিশি হেফাজতে থাকাকালীন আটক মহিবুর রহমান রিমন জানান, তিনি পুলিশের একজন কনস্টেবল। চাঁদপুর রেলওয়ে থানায় তিনি কর্মরত। ইয়াবার চালান বহনের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দেননি।

এদিকে চাঁদপুর রেলওয়ে থানার ওসি রাজিব জানান, মহিবুর রহমান রিমন তার থানায় কর্মরত ছিলেন। কিন্তু এক মাস আগে তাকে লাইনে সংযুক্ত করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, পরে তারাও শুনেছেন আটক মহিবুর রহমান রিমন পুলিশের একজন সদস্য।

তিনি আরও জানান, আটক মহিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার ৩ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।