ভোমরা স্থলবন্দরে খৈলের ট্রাকে থেকে বিপুল ভারতীয় শাড়ি থ্রি-পিস ও ফেনসিডিল উদ্ধার

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় খৈলবোঝাই ট্রাকে লুকিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস ও ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ট্রাক ভর্তি এসব মালামাল আটক করা হয়।

বিজিবি-৩৩ ব্যাটেলিয়ান সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে রোববার রাতে আমদানিকৃত ভারতীয় খৈলবোঝাই ট্রাকে লুকিয়ে বিপুল পরিমাণ উন্নত শাড়ি, থ্রি-পিস ও ফেনসিডিল আনা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট এলাকার লিটন মিয়া এবং হেলপার সাগর মিয়া ট্রাকটি বিজিবি চেকপোস্টে ৩৩ টন খৈল রয়েছে মর্মে লিপিবদ্ধ করে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে।

রাত সাড়ে ৮টার দিকে বিজিবির আভিযানিক দল ট্রাক তল্লাশি করে ভারতীয় খৈল ২০টন, উন্নতমানের শাড়ি ৪৫৮৯ পিস, উন্নমানের থ্রি-পিস ৫০৮ পিস, ব্লাউজ ২০৫ পিস ও ফেনসিডিল ১৫০ বোতল পায়।

এ সময় অবৈধ মালামাল বহনের অভিযোগে একটি ভারতীয় ট্রাক এবং ২টি বাংলাদেশি ট্রাক জব্দ করা হয়। তবে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে ভারতীয় ও বাংলাদেশি ট্রাকচালক এবং হেলপার পালিয়ে যায়। আটক মালামালের আনুমানিক মূল্য ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫শ টাকা।

সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে বলা হয়, আটক ভারতীয় চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য এবং ট্রাক আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।