জরুরি বিভাগে চিকিৎসকের অনুপস্থিতিতে নার্সের চিকিৎসায় শিশুর কানের ক্ষতি

যশোর ২৫০ শয্যা হাসপাতালে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকের অনুপস্থিতিতে সিনিয়র স্টাফ নার্স পবিত্র বিশ্বাস ‘ডাক্তারি’ করতে গিয়ে এক শিশুর কানের পর্দা ছিদ্র করে দিয়েছেন। ঘটনায় শিশুর অভিভাবক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে তদন্তপূর্বক কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। যশোর শহরের রেলগেট তেতুলতলার মাসুদ রানা এ অভিযোগ করেন।

শিশুর পিতা মাসুদ রানা জানান, গত ১০ অক্টোবর বিকেলে তার কন্যার কানে ব্যথা হচ্ছিল। তিনি তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। অভিযোগে বলা হয়, নার্স পবিত্র বিশ্বাস ফাতেমার কানের ভেতর থেকে পোকা বের করার নামে ইনজেকশন বা সিরিঞ্জ ব্যবহার করেন। এর ফলে শিশুর কানের পর্দা ছিদ্র হয়ে রক্ত বের হতে থাকে। পরে নার্স সিরিঞ্জ দিয়ে রক্ত পানি বের করার চেষ্টা করেন।

তিনি জানান, ঘটনার সময় জরুরি বিভাগের কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। পরে শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। ১২ অক্টোবর হাসপাতাল থেকে শিশুকে ছাড়পত্র দেওয়া হয়। শিশুর পিতা লিখিত অভিযোগ দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতের কাছে এবং ঘটনার যথাযথ বিচার দাবি করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, ‘অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’