ঝিকরগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় ভেঙে পড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। চিকিৎসক সংকটে হাসপাতালের রোগীদের নাজেহাল অবস্থা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহতের খবর পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় জরুরি বিভাগের সামনে বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক রোগীর ভিড় দেখা যায়।

ভিড় সামলাতে জরুরি বিভাগের মূল ফটক বন্ধ রেখে একজন করে রোগী ভেতরে ঢোকান গেটে থাকা একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। এ সময় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সেখানে উপস্থিত না থাকলেও রুহিত নামের একজন স্বাস্থ্য সহকারীকে চিকিৎসাসেবা দিতে দেখা গেছে।

গণমাধ্যমকর্মীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদের সাথে যোগাযোগ করলে কিছুক্ষণের মধ্যে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান আরিফ সেখানে উপস্থিত হন। এছাড়া ৪১ নম্বর কক্ষের চিকিৎসক ফারহানাকে ৩৯নং কক্ষে এসে রোগী দেখতে দেখা গেছে। ফলে উপজেলার প্রায় ৪লাখ মানুষের চিকিৎসাসেবায় এদিন মাত্র ২জনকে চিকিৎসা দিতে দেখা গেছে। এছাড়া জুনিয়ন কনসালটেন্ট (গাইনি) ডা. আঞ্জুমানআরা ও জুনিয়ন কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডা. সুচিন্ত কৃষ্ণ দত্ত ওটিতে ছিলেন।

যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ বলেন, ডাক্তার সংকট থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।