অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রস্ততি সম্পন্ন করেছিলেন নাইম, প্রাণ হারালেন সড়কে

0

স্টাফ রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ায় যাওয়ার স্বপ্ন পূরণের আগেই প্রাণ হারালেন নাইম হোসেন (২৪) নামে এক যুবক। রোববার সকালে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর মান্দারতলায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

নিহত নাইম হোসেন যশোর সদর উপজেলার কিসমত রাজাপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রয়োজনীয় টাকা ও কাগজপত্রের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন নাইম। কিন্তু বিদেশ যাওয়া আর হলো না তার।

নাইমের ভাই রাকিব হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে তিনি বাড়ি থেকে যশোর শহরের দিকে রওনা হন। পথিমধ্যে বাহাদুরপুর মান্দারতলায় দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় এক যুবক জিসান তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল ৯টা ৫০ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. তানিমুল কবির রিজভী তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আঘাতজনিত কারণে নাইমের মৃত্যু হয়েছে।