চুয়াডাঙ্গায় রেলওয়ের ওভারপাস নির্মাণে ধীরগতির প্রতিবাদে মানববন্ধন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণে কোন নিয়ম না মানায় অতিমাত্রায় জনদুর্ভোগ ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং পূণর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এ মানববন্ধনে ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

চুয়াডাঙ্গা রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা বিএনপির সাংঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা দোকান মালিক সমিতির আহবায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ ও রেলবাজার সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে রেলবাজারে ওভারপাস নির্মাণের কাজ চলছে ধীরগতিতে। এ কারণে এই জনপদের ব্যবসায়ীসহ রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন।