চৌগাছায় স্ত্রীর আত্মহত্যার পর স্বামীর বিষপান

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় স্বামীর ওপর অভিমান করে লিমা খাতুন আত্মহত্যা করেছেন। স্ত্রীর আত্মহত্যার খবরে আকাশ হোসেন আত্মত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। রোববার সকালে উপজেলার কাদবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাঙ্গিরপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে আকাশ হোসেন (১৮) ও পার্শ্ববর্তী কাদবিলা গ্রামের বাবুল হোসেনের মেয়ে লিমা খাতুন (১৭) এসএসসি পরীক্ষার্থী। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন। কিছু দিন পর উভয় পরিবার তাদের বিয়ের বিষয়টি মেনে নেয় এবং ছেলে মেয়ে তারা বাড়িতে ফিরে অসে। তাদের বিয়ের অনুষ্ঠানও করেন উভয় পরিবার মিলে।

গত তিন দিন আগে ছেলে আকাশ হোসেন আসে শ্বশুর বাড়ি কাদবিলাতে। সেখানে তিন দিন খুবই ভালো ভাবে তাদের দিন কাটে। ঘটনার আগের রাতে তারা স্বামী স্ত্রী কোনো একটি বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। সকাল হলে স্বামী আকাশ হোসেন নিজ বাড়ি পাশের গ্রাম মাঙ্গিরপাড়ায় ফিরে যান।

স্বামীর চলে যাওয়া স্ত্রী লিমা খাতুন স্বাভাবিক ভাবে নিতে পারেননি। তিনি নিজ বাড়িতে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এ খবর স্বামী আকাশের কাছে পৌছালে মুহূর্তে তিনি বাড়িতে থাকা ঘাসপোড়া কীটনাশক পান করেন। আকাশের পরিবার কীটনাশক পানের বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে।

আকাশের পিতা উজ্জ্বল হোসেন বলেন, তারা পালিয়ে বিয়ে করলেও আমরা উভয় পরিবার সেটি মেনে নিয়েছি।
চৌগাছা থানার অফিসার ইনচাজ (ওসির্) আনোয়ার হোসেন জানান, উভয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরাদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।