যশোরে ২৪ ঘণ্টায় ১৬ জন ডেঙ্গু আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ডেঙ্গু জ্বরের প্রভাব কমছে না। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে ১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

যশোর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানে জানা গেছে, এ পর্যন্ত চলতি বছরে মোট ৬৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬১৭ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ৪৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এবং ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে অভয়নগর হাসপাতালে ৩৪ জন, শার্শা হাসপাতালে ৪ জন, যশোর ২৫০ শয্যা হাসপাতালে ৬ জন, বাঘারপাড়া ও কেশবপুর হাসপাতালে একজন করে রোগী ভর্তি রয়েছেন।

ডেঙ্গু ভাইরাস মূলত এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা জমে থাকা পানিতে উৎপন্ন হয়। বিশেষ করে বৃষ্টির পানি জমে থাকা ফুলের টব, খোলা ডাব বা পড়ে থাকা টায়ারগুলোতে এডিস মশা জন্মায়।

সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট চিকিৎসকরা সবাইকে সতর্ক করে বলেছেন, বাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে এবং যেখানে পানি জমতে পারে সেখান থেকে পানি সরিয়ে মশার জন্ম রোধ করতে হবে।