নওয়াপাড়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

0

নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর (যশোর) ॥ যশোরের নওয়াপাড়া পৌরসভার উদাসীনতা ও সরকারি কোন অনুদান না পেয়ে এলাকার যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী সম্মিলিতভাবে নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে প্রায় ৩০০ ফুট সড়ক সংস্কার করেছেন।

নওয়াপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের আলীপুর এলাকার মহাসড়ক থেকে মধ্যপাড়া পর্যন্ত সড়কে পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘদিন সংস্কার না হওয়াতে রাস্তাটি খানাখন্দে পরিণত হয়। বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যেতো। পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় আশপাশের বাড়িও পানিবন্দি হয়ে পড়তো।

এলাকাবাসী বিভিন্ন সময় পৌরসভায় অভিযোগ দিলেও কর্তৃপক্ষের কাছে সামান্য সহযোগিতা না পাওয়াতে তারা নিজেরাই সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তাদের এই উদ্যোগের ফলে এলাকার দীর্ঘদিনের ভোগান্তির অবসান ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়।

গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১০ অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার ছুটির দিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই কাজে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এলাকাবাসী জানায়, এই রাস্তা নিয়ে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ভোগান্তিতে ছিলো। পৌরসভায় আবেদন করেও কোন প্রতিকার না পেয়ে ফারুক, দেলোয়ার, আলতাফ, সুবহান, মাসুদ, জিহাদসহ কয়েকজন যুবকের উদ্যোগে ও সম্পূর্ণ নিজেদের অর্থায়নে রাস্তার সংস্কার করা হয়।

নির্বাহী প্রকৌশলী অসিম কুমার সোম বলেন, স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের বিষয়টি আমার জানা নেই। এখন জানতে পারলাম। বিষয়টি আমি দেখছি।