অপসাংবাদিকতারোধে প্রেসক্লাব যশোরে সভা

0

স্টাফ রিপোর্টার॥ সম্প্রতি যশোর জুড়ে অপসাংবাদিকদের তৎপরতা উদ্বিগ্ন পর্যায়ে পৌঁছেছে বলে গতকাল প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এক সভায় অভিমত ব্যক্ত করেন সাংবাদিক নেতারা।

বেলা ১২টায় প্রেসক্লাব যশোরের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, জেলা সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন জার্নালিস্ট ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় গুরুত্বের সাথে আলোচনা হয় যে, সাংবাদিকতার পবিত্র পেশাকে আড়াল করে কিছু ব্যক্তি ও চক্র বিভিন্ন সময়ে চাঁদাবাজি, ব্ল‍্যাকমেইলিং, ভয়ভীতি প্রদর্শন ও অনৈতিক প্রভাব খাটানোর অপচেষ্টা চালাচ্ছে। সম্প্রতি যশোরে এমন একাধিক চক্রের তৎপরতা বেপরোয়া পর্যায়ে পৌঁছেছে। যা কেবল সাংবাদিকতার ভাবমূর্তি বিনষ্ট করছে না, বরং প্রকৃত পেশাদার সাংবাদিকদেরও বিব্রত ও ঝুঁকির মুখে ফেলছে।

জনমনে বিভ্রান্তি ও ভীতি সৃষ্টিকারী দুর্বৃত্ত চক্রের এমন তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে যশোরের সাংবাদিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থরক্ষা নয়; এটি জনগণের অধিকার, ন্যায়বিচার ও স্বচ্ছতার পক্ষে একটি পেশাগত অঙ্গীকার। কিন্তু যশোরের সাংবাদিক নামধারী চিহ্নিত একদল ব্যক্তি সাংবাদিকতার নাম ভাঙিয়ে সমাজে বিশৃঙ্খলা, ভয়ভীতি ও বিভ্রান্তি ছড়ানো এসব ব্যক্তি বা চক্রের সঙ্গে প্রকৃত সাংবাদিক সমাজের কোনো সম্পর্ক নেই।

সভা থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়, সাংবাদিকতার নামে সংঘটিত চাঁদাবাজি, প্রতারণা ও অনৈতিক ঘটনাগুলোকে গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন। এর মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত হবে।

সভায় সাংবাদিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার নামে কোনো ধরনের প্রতারণা, ব্ল‍্যাকমেইলিং বা চাঁদাবাজি সহ্য করা হবে না।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে যৌথ সভায় যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক সাকিরুল কবীর রিটন ও সদস্যসচিব শিকদার খালিদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপী নাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলনসহ প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।