কালীগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের মধুগঞ্জ বাজারে জনতা কেক ঘর অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরসহ চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। এ সময় কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।