চুয়াডাঙ্গায় ভৈরব পাড়ে তালবীজ বপণ

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ গ্রামে ভৈরব নদের পাড় ও খাস জমিতে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ নামে একটি সংগঠনের উদ্যোগে তালবীজ বপণ করা হয়েছে।

সোমবার সকালে তালবীজ বপণ করা হয়। ভৈরব নদের পাড়সহ খাস জমিতে প্রায় ২ হাজারটি তালবীজ বপণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাটুদহ ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান ও নাটুদহের উপসহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম।