মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো তিন শিক্ষিকাকে মরণোত্তর সম্মাননা প্রদান

0

লোকসমাজ ডেস্ক ॥ শিক্ষক শুধু পাঠদান করেন না, তাঁরা হয়ে ওঠেন মানবিকতা, মূল্যবোধ ও সাহসিকতার অনন্য প্রতীক। বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে শিক্ষা বিষয়ক পত্রিকা ‘এডুকেশন ওয়াচ’ এবং এটিএন বাংলার ‘সময়রের সাথে’ অনুষ্ঠানের যৌথ আয়োজনে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত তিন শিক্ষিকাকে প্রদান করা হয়েছে মরণোত্তর বিশেষ সম্মাননা।

এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত ১ অক্টোবর, বুধবার, এটিএন বাংলা স্টুডিওতে। মরণোত্তর সম্মাননা প্রাপ্ত তিনজন শিক্ষিকা হলেন- মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম, মাহফুজা খানম।

তাদের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ড. আব্দুল হালিম পাটওয়ারী, মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং এডুকেশন ওয়াচ-এর সম্পাদক ও এটিএন বাংলার “সময়রের সাথে” অনুষ্ঠানের পরিচালক মো. খলিলুর রহমান প্রমুখ।

শিক্ষিকাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়ার সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির শিক্ষিকাদের আত্মত্যাগ শিক্ষকতার মর্যাদাকে আরও উচ্চতর করেছে। শিক্ষকরা কেবল জ্ঞান বিতরণ করেন না, তারা সাহস, মানবিকতা ও মূল্যবোধের আদর্শ হয়ে থাকেন। নিহত তিন শিক্ষিকা আমাদের জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি শিক্ষা সফরে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় এই তিনজন শিক্ষিকা প্রাণ হারান। শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে তাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেন।

অনুষ্ঠানের আয়োজকরা মনে করেন, তাদের এই আত্মত্যাগ আগামী প্রজন্মকে মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উজ্জীবিত করবে। নিহত তিন শিক্ষিকার স্মৃতি এ দেশের শিক্ষা আন্দোলন এবং সমাজচেতনাকে আরও গভীরতর করবে।

বিশ্ব শিক্ষক দিবসে তাদের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি রইলো অনুপ্রেরণার এক অঙ্গীকার হয়ে।