চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলুর ইন্তিকাল

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা সংবাদদাতা ।। চুয়াডাঙ্গা জেলা বিএনপি সংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলু (৪৭) ইন্তিকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মির্জা ফরিদ ইসলাম শিপলু চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার মরহুম আব্দুল হকের ছেলে।

মির্জা শিপলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঢাকার ধানমন্ডির বাসভবনে ঘুমন্ত অবস্থায় মির্জা ফরিদুল ইসলাম শিপলুর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ সন্তান ও ৩ ভাইসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান কিশোর জানান, মির্জা শিপলু বৃহস্পতিবার (২ অক্টোবর) চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা থেকে ঢাকায় গিয়েছিলেন। চিকিৎসা শেষে কিছু মেডিকেল টেস্ট করার কথা ছিল। রাতে ছোট ভাইয়ের বাসভবনে একাই অবস্থান করছিলেন তিনি।

ওই দিন রাত দেড়টার দিকে তার স্ত্রীর সাথে তার কথা হয়। কিন্তু সকাল থেকে পরিবারের সদস্যরা অনেকবার ফোন কল করলেও কলগুলো তিনি রিসিভ করেননি।

পরে তার ছোট ভাই রাতুল ও পরিবারের সদস্যরা ছোট ভাইয়ের ধানমন্ডির বাসভবনের দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন তিনি।

তার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

আজ সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে মির্জা ফরিদুল ইসলাম শিপলুর জানাযা শেষ রেলবাজার সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে মরদেহ দাফন করা হবে।