নারীর গোসলের ভিডিও ধারণকালে যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পুরাতন কসবা পালবাড়ি মোড়ে এক নারীর গোসলের ভিডিও করার সময় জনতার হাতে ধরা পড়েছে তোহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক। গণধোলাইয়ের পরে রোববার বিকাল ৩টার দিকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন পুরাতন কসবা পালবাড়ি কলোনীর এক মেয়ে গোসল করছিলেন। তখন তোহিদুল ইসলাম গোপনে তার ভিডিও ধারন করেন। এলাকাবাসী তাকে জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। পরে মোবাইল পরীক্ষা করলে ভিডিওটি পাওয়া যায়।

সত্যতা নিশ্চিত হওয়ার পর জনতা তাকে ধরে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কোতয়ালী থানা পুলিশে সোপর্দ করা হয় এবং হাসপাতলে ভর্তি করা হয়েছে। তোহিদুল ইসলাম শহরের নাজির শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।