সুন্দরবনে কুমিরে টেনে নেওয়া জেলের লাশ ৭ ঘণ্টা পর উদ্ধার

0

বাগেরহাট সংবাদদাতা॥ সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে কুমিরের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক জেলে। কুমির টেনে নিয়ে যাওয়ার প্রায় সাত ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খাল থেকে স্থানীয় গ্রামবাসী তার মরদেহটি উদ্ধার করে বলে জানিয়েছেন করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।

নিহত সুব্রত মণ্ডল (৩২) খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের কুমুদ মণ্ডলের ছেলে।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে কাঁকড়া শিকার করে সাঁতরে খাল পার হওয়ার সময় কুমির সুব্রতকে আক্রমণ করে।

বন কর্মকর্তা কবির বুধবার সকালে বলেন, সুব্রত মণ্ডলসহ পাঁচ জেলে মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন থেকে বনবিভাগের পাশ-পারমিট নিয়ে সুন্দরবনে কাঁকড়া শিকারে যান। বনের বিভিন্ন খালে কাঁকড়া শিকার করে বিকালে করমজল খাল সাঁতরে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় একটি কুমির সুব্রতকে আক্রমণ করে। কুমির তাকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। সুব্রতের সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা পাশের গ্রামের লোকজনকে ঘটনা জানালে তারাও খালে তল্লাশি শুরু করে।

আজাদ কবির আরও বলেন, “খবর পেয়ে আমরাও তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। গ্রামবাসীর সঙ্গে তার সন্ধানে তল্লাশি শুরু করি। “মঙ্গলবার বিকাল ৫টার দিকে খালে সুব্রতর মরদেহ ভেসে উঠেছিল। আবার কুমির মুখে নিয়ে ডুব দেয়। “সাড়ে ৫টার দিকে আবারও কুমিরের মুখে একবার মরদেহ দেখা যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিরটি মরদেহ ছেড়ে দিলে কিছুক্ষণ দেখা গেলেও উদ্ধারের আগেই তা ফের পানিতে ডুবে যায়। “

এই কর্মকর্তা বলেন, “অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১০টা নাগাদ সুব্রতের মরদেহ উদ্ধার করা হয়। কুমিরটি সুব্রতকে পানির নিচে টেনে নিয়ে যাওয়ার পর তাদের মধ্যে ধস্তাধস্তির কোন এক সময়ে অক্সিজেনের অভাবে সুব্রতর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারনা করছি। তার ডান পায়ে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।”
ময়নাতদন্ত ছাড়াই রাতে সুব্রতর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বনবিভাগ।

কবির আরও বলেন, “সুন্দরবনে বৈধভাবে প্রবেশ করে কেউ বন্যপ্রাণির আক্রমণে মারা গেলে সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা রয়েছে। নিয়ম অনুযায়ী সুব্রতর পরিবার ওই টাকা পাবে।”