শার্শার বিএনপি নেতা মতিয়ার রহমানের ইন্তিকাল

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ শার্শার রুদ্রপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রুদ্রপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃতু রুস্তম আলী মন্ডলের ছেলে।

দীর্ঘদিন রোগ- ভোগের পর সোমবার রাত ১০ টা ২০ মিনিটের দিকে তিনি ইন্তিকাল করেন। মঙ্গলবার সকালে রুদ্রপুর পশ্চিমপাড়া ঈদগাহে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

তারা জানাজার নামাজে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাও. আজিজুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।