চুয়াডাঙ্গায় ফেনসিডিল চোরকে খুঁটিতে বেঁধে নির্যাতন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ।। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে ফেনসিডিল চুরির অভিযোগে দুই মাদককারবারীর বিরুদ্ধে হাসান (২৭) নামে এক যুবককে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের চিহ্নিত মাদককারবারী মনির ও বিদ্যুতের ৫ পাতা (প্যাকেট) ফেনসিডিল চুরি করেন হাসান। কয়েকদিন পর ঘটনাটি ফাঁস হলে তারা হাসানকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরে তাকে দঁড়ি দিয়ে খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন।

নির্যাতনের একপর্যায়ে হাসান দুই পাতা (প্যাকেট) ফেনসিডিল ও নগদ ১৭ হাজার টাকা ফেরৎ দেন। তবে অবশিষ্ট ফেনসিডিলে জন্যে চাপ দেন তারা। শেষ পর্যন্ত মাদককারবারী মনির ও বিদ্যুৎ তার কাছে ৯০ হাজার টাকা দাবি করেন। এমনকি তার বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার হুমকিও দেন।

ঘটনার সময় গ্রামের মানুষ জড়ো ও সাংবাদিকরা দেখানে গেলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে হাসানকে মুক্ত করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী হাসান জানান, মনির ও বিদ্যুতের ৫ পাতা ফেন্সিডিল আমি নিয়েছিলাম। পরে তারা আমাকে তুলে নিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতন করেন। আমি ২ পাতা ফেন্সিডিল ও ১৭ হাজার টাকা ফেরৎ দিয়েছি। বাকি টাকার জন্যে তারা এখনো হুমকি দিচ্ছেন।

তবে অভিযুক্ত মাদককারবারী মনির দাবি করেন, হাসান একজন চোর। বিভিন্ন জায়গায় চুরি করে বেড়ায়। আমরা ভালো মানুষ। ভালো করে খোঁজ নিলেই সব বুঝবেন।

তারা মাদককারবারের সাথে জড়িত কিনা সে প্রসঙ্গ এড়িয়ে যান। অন্য অভিযুক্ত বিদ্যুতের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, আমরা জানি মনির আর বিদ্যুৎ দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সাথে জড়িত। কিন্তু তারা সব সময় পার পেয়ে যায়। এবার প্রকাশ্যে একজনকে খুঁটিতে বেঁধে নির্যাতন করেছে। এ ধরনের ঘটনা নিন্দনীয়।