কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি র‍্যাবিস দিল প্রশাসন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের প্রতিষেধক এন্টি র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ২০০ পিস এন্টি র‍্যাবিস ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীরের নিকট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, কুকুর, বিড়াল ও হনুমানের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২৬৬ জন ব্যক্তিকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক এই এন্টি র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীরের কাছে ২০০ পিস এন্টি র‍্যাবিস ভ্যাকসিন হস্তান্তর করা হয়েছে। এরআগে গত জুলাই মাসে ৩০০ পিস এন্টি ব্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়।