যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবসহ তিন সদস্যকে অবাঞ্ছিত ঘোষণা

0

স্পোর্টস রিপোর্টার ॥ পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য পলাতক কাজী নাবিল আহমেদের ছোট ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে অপসারণের দাবি জানিয়েছে জেলার সর্বস্তরের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা।

একই সঙ্গে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর এবং সদস্য এস এম আব্দুল্লাহ আল মামুন ও বুরহান উদ্দিনকে। ভবিষ্যতে তাদেরকে কোনো কর্মকান্ডে সম্পৃক্ত না করার জন্য জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. আজাহারুল ইসলামের কাছে জোর দাবি জানান সংগঠকরা।

রোববার জেলার শীর্ষ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান তুলে ধরেন। জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ অভিযোগ করেন, সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা। তার মিথ্যাচার ও অনৈতিক সহযোগিতায় অ্যাডহক কমিটিতে এস এম আব্দুল্লাহ আল মামুন ও বুরহান উদ্দিন অন্তর্ভুক্ত হয়েছেন।

তিনি বলেন, বুরহান উদ্দিন ক্রীড়া সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন, আর বর্তমান খেলোয়াড়কে কোচ হিসেবে অন্তর্ভুক্ত করাও অনৈতিক। এর মাধ্যমে যশোরের পবিত্র ক্রীড়াঙ্গণকে কলুষিত করা হয়েছে।

পলাশ আরও বলেন, ‘আমরা কারও ব্যক্তিগত বিরোধিতা করি না, তবে জেলা ক্রীড়া সংস্থার সব ধরনের অনিয়ম ও অনৈতিকতার বিরুদ্ধে। আমাদের দাবি যশোরের মাঠ খেলাধুলার জন্য সচল রাখতে বিতর্কিত তিনজনকে কমিটি থেকে বাদ দিতে হবে। তা না হলে আমরা অসহযোগিতায় যেতে বাধ্য হবো।’

জেলা প্রশাসক দাবিগুলো গুরুত্বসহকারে শোনেন এবং যশোরের ক্রীড়াঙ্গণের স্বার্থে সহযোগিতা করার আশ্বাস দেন। সভায় উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার খান মো. শফিক রতন, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, মোস্তাক নাসির টনি, সোহেল মাসুদ হাসান টিটো, এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, সাবেক ফুটবলার কাজী জামাল, হালিম রেজা, সোনালী অতীত ক্লাব যশোরের সভাপতি এ বি এম আখতারুজ্জামান, ক্রীড়া সংগঠক এজাজ উদ্দিন টিপু প্রমুখ।