চুয়াডাঙ্গায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ ‘জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে ’শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। দিবসকে কেন্দ্র করে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সরকারি কলেজ রোড ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা.আ. হা. ম.শামিমুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড.মুন্সী আবু সাইফের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন জেলা ভেটেরিনারি অফিসার ডা.আতিবুর রহমান।