শালিখায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা

0

শালিখা (মাগুরা) সংবাদদতা॥ শনিবার দিবাগত গভীর রাতে স্থানীয় হীরান ও তার সঙ্গীরা শালিখা ইউনিয়নের শতপাড়া গ্রামের পালপাড়ার শ্মশানের পাশে একটি বাগানে মাংস বিক্রির জন্যে একটি রুগ্ন ঘোড়া জবাই করেন।

মাংস কাটার সময় এলাবাসী বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া করেন। তখন তারা ঘোড়াটি রেখে পালিয়ে যান। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শতপাড়া গ্রামের প্রত্যক্ষদর্শী অনিক হাসান বলেন, প্রথমে আমি ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও শালিখা থানা ফাঁড়ি পুলিশকে খবর দেই। এর আগেও কয়েকবার হিরান গরু চুরি করে ওই একই স্থানে জবাই করে মাংস বিক্রি করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

শালিখা ইউনিয়নের শতপাড়া ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি শোনা মাত্রই আমি ঘটনা স্থলে যাই। তখন হিরান ও তার লোকজন পালিয়ে যান। এ বিষয়ে অভিযুক্ত হিরানে মুঠোফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

শালিখার ফাঁড়ি ইনচার্জ সুলতান খান বলেন, বিষয়টি শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। গলা ও পা কাটা অবস্থায় একটি ঘোড়া দেখতে পান তারা। তবে অভিযুক্ত হিরান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।