সাংবাদিক মনির মুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির নিঃশর্ত মুক্তির দাবি ও মামলা প্রত্যাহারসহ শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারণের দাবিতে শার্শা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

রোববার সকাল ১১টার দিকে অনুষ্ঠিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ারুল কবীর নান্টু বলেন, সাংবাদিক মনিকে আটক করে শার্শা থানার ওসি তদন্ত ছাড়াই মনিকে জেল হাজতে পাঠিয়ে আইন লঙ্ঘন করেছেন। তিনি মামলা প্রত্যাহারসহ সাংবাদিক মনিকে মুক্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন সাংবাদিকরা।

মানববন্ধনে শার্শা, বাগআঁচড়া, নাভারন ও বেনাপোলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। তারা সাংবাদিক মনির মুক্তির ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারণ দাবি করেন।

বক্তারা আরো বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। পেশাগতভাবে হয়রানির উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে। শার্শা থানার ওসি কোন তদন্ত ছাড়া অতি উৎসাহী হয়ে সাংবাদিক মনিকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।