সিবিএ স্বীকৃতি পেল পশ্চিমাঞ্চল বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার ॥ পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নকে সিবিএ স্বীকৃতি দিয়েছে শ্রম অধিদপ্তর। এ ঘোষণার পর শনিবার যশোর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-২ এর কার্যালয়ে নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন এবং ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল মান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মদ সিদ্দিকী। বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আক্তার মুন্সী, শ্রমিক দল নেতা রোস্তম আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার শাহজাহান আলী।