পিআরসহ পাঁচ দাবিতে যশোরে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল

0

স্টাফ রিপোর্টার ।। পিআর (প্রতিনিধিত্বমূলক) নির্বাচন পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে শহরের ঈদগাহ মোড় থেকে জামায়াতের বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা হয়ে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে ঈদগা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া বিকল্প নেই। বর্তমান ফ্যাসিবাদী প্রথা দূর করতে হলে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।’

তিনি অভিযোগ করেন, ‘একটি বড় রাজনৈতিক দল এখনো এই পদ্ধতি সম্পর্কে অজ্ঞ, যা তাদের রাজনৈতিক অপ্রাপ্তবয়স্কতাকে প্রমাণ করে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে সংঘটিত গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে। একইসঙ্গে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’

এসময় অন্যান্য বক্তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, শহর আমীর শামসুজ্জামান, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর উপজেলা আমীর অধ্যাপক আশরাফ আলী প্রমুখ।

অন্যদিকে, প্রায় একই সময়ে শহরের দড়াটানা মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি আব্দুল হালিম, ইসলামী আইনজীবী পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর ইসলাম, সহ-সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন প্রমুখ।

মনিহার মোড়ে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাহ, সিনিয়র সহসভাপতি হাফিজ মীর মহর জাগী, সহসভাপতি মাওলানা মিজানুর রহমান, মাওলানা মাহবুবুর রহমানসহ যশোরের বিভিন্ন আসনের প্রার্থীরা।

একই সময়ে জাগপা কেন্দ্রীয় কমিটির নেতা নিজাম উদ্দীন অমিতের নেতৃত্বে শেখ হাসিনার বিচারসহ বিভিন্ন দাবিতে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।