চৌগাছায় যুবদল কর্মী আতিয়ারের শাহাদৎবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ চৌগাছার সিংহঝুলী ইউনিয়ন যুবদলকর্মী শহীদ আতিয়ার রহমানের ১২তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে শহীদের গ্রামের বাড়ি জগন্নাথপুরে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুজিদের সভাপতিত্বে আলোচনা সভায় আতিয়ার রহমানের স্মৃতিচারণ করে প্রধান অতিথির আলোচনা করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষ প্রতীক প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম।

যুবদলকর্মী কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সংশ্লিষ্ঠ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ও চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ, আব্দুস শুকুর, জহুরুল ইসলাম বাবু, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর, যুবদলকর্মী একলাস হোসেন, এম ইলিয়াস হোসেন, বকুল হোসেন প্রমুখ।

উল্রেখ্য,একযুগ আগে সন্ত্রাসীরা নির্মমভাবে যুবদল কর্মী আতিয়ার রহমানকে হত্যা করে। দীর্ঘ সময়ে তার আত্মার মাগফিরাত কামনায় এমন কোনো আয়োজন কখনও করতে পারেনি পরিবার কিংবা দল-এমনটিই জানান স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।