যশোরের রঘুরামপুরে শাহারুলের সহযোগীদের মাদক কারবার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুরে আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলামের সহযোগীরা প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তারা শুধু মাদকই নয়, নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এবং এলাকার সাধারণ মানুষকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এ কারণে এলাকায় তীব্র ক্ষোভ ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

এলাকাবাসী জানান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গা-ঢাকা দেন। তার সহযোগীরাও তখন এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে কয়েক মাসের ব্যবধানে তারা আবার এলাকায় ফিরে এসেছে এবং আগের মতোই নানা অপরাধে জড়িয়ে পড়েছে।

ফিরে আসা এসব সহযোগীদের মধ্যে রয়েছেন নয়া সরদারের ছেলে চশমা সাঈদ, জাকির, মৃত আবু গাজীর ছেলে জুয়েল গাজী, কাম গাজীর ছেলে শক্তি গাজী, একই এলাকার ফরমান, শফিয়ারের ছেলে রোহিত, মনার ছেলে হাবিব, মুজিবর গাজীর ছেলে হাকিম লিডার প্রমুখ।

স্থানীয় সূত্র জানায়, রঘুরামপুরে ফিরে আসার পর থেকেই এরা নতুন করে মাদক ব্যবসা শুরু করেছে। ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ নানা ধরনের মাদক তাদের মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ছে। তরুণ সমাজ সবচেয়ে বেশি আসক্ত হচ্ছে এবং পরিবারগুলো বিপর্যয়ের মুখে পড়ছে।

মাদকের পাশাপাশি চাঁদাবাজি, মারপিট ও জবরদস্তিমূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে তারা। কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয়। ফলে অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পান না।

সূত্র আরও জানায়, এদের বেশ কয়েকজন আগেও মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। কারাভোগও করেছে। কিন্তু প্রতিবারই আইনের ফাঁক গলিয়ে জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

এলাকাবাসী জানিয়েছেন, এই চক্রের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের সন্তানদের বিপথে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছে। ভুক্তভোগীরা বলছেন ‘আমরা প্রকাশ্যে নাম বলতে পারি না, ভয় আছে। কিন্তু প্রশাসন যদি কঠোর না হয়, রঘুরামপুর অচিরেই মাদক ও অপরাধের আখড়ায় পরিণত হবে।’