শৈলকুপায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদকারীদের ওপর হামলা, আহত ৩

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ।। ঝিনাইদহের শৈলকুপার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীকে নিয়ে যৌনহয়রানির অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে এই বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীকে নিজ রুমে ডেকে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। এরপর ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন।

এর জের ধরে বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বহিষ্কারের দাবিতে ক্লাস না করে আন্দোলন শুরু করে।

এক পর্যায়ে বিদ্যালয় থেকে পালিয়ে যান প্রধান শিক্ষক। পরে প্রধান শিক্ষকের সমর্থক বহিরাগতরা ছাত্রদের ওপর হামলা করে। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়। হামলার পর অভিভাবকরা এসে

ছাত্রদের পাশে দাঁড়ালে পালিয়ে যায় বহিরাগতরা। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সাহিনা নামের এক ছাত্রী বলে, আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি আমার বান্ধবীর শরীরের হাত দিচ্ছেন শিক্ষক।

শিক্ষিকা বন্যা বলেন, আমাকে মেয়েরা বিষয়টি বলেছিলো। আমি ওদের পরামর্শ দিয়েছিলাম অভিভাবকদের ডেকে এনে লিখিত অভিযোগ দিতে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সিগ্ধা দাস বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। শিক্ষার্থী, স্থানীয়দের সাথে কথা বলবো। বিষয়টি নিয়ে একটি আমরা তদন্ত করবো। শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।